মেক্সিকোতে গাড়ির ভেতরে ১০ জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪২ পিএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মধ্যাঞ্চলের জাকাতেকাস রাজ্যে একটি গাড়ির ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশসহ গাড়িটি ফেলে গিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় গভর্নরের কার্যালয়ের বাইরের চত্বরে ফেলে দেয়া একটি এসইউভি গাড়িতে লাশগুলো পাওয়া যায়।
রাজ্যটির গভর্নর ডেভিড মনরেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহভাজন দুই জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মেরে লাশগুলো ঐতিহাসিক প্যালেসের সামনে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মেক্সিকোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় প্রশাসনকে তদন্ত কাজে সহায়তা করার জন্য লোক পাঠানো হচ্ছে।
মেক্সিকোতে সম্প্রতি বেড়ে গেছে হত্যার ঘটনা। কাজাতেকাস রাজ্যেও মাদকচক্রগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। দেশটিতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।