নতুন বছরে মহামারি জয়ের আশা ডব্লিউএইচও প্রধানের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৫ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৬:২৩ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
নতুন বছরে করোনা মহামারি জয়ের আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। চীনে রহস্যজনক এক ধরনের নিউমোনিয়া শনাক্ত হওয়ার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম অবগত হওয়ার দুই বছর পর এ মন্তব্য করেছেন তিনি।
বছরের শেষ দিন (শুক্রবার ৩১ ডিসেম্বর) ২০২১ সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের আগমনী বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, দুই বছরে আমরা এখন এই ভাইরাসকে ভালোভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শিখেছি।
ডব্লিউএইচও প্রধান বলেন, আমরা এ রোগের চিকিৎসা করতে পারছি, গুরুতর অসুস্থ ও আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনাও বেড়েছে। এসব শিক্ষা এবং সামর্থ্য দিয়ে মহামারির অবসান ঘটানোর সুযোগ আমাদের হাতে আছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যত দীর্ঘ সময় ধরে বৈষম্য অব্যাহতভাবে ধরে রাখবে, মহামারি তত বেশি সময় থাকবে।
তিনি আরও বলেন, দুই বছরে করোনার বিরুদ্ধে লড়াই করার সরঞ্জামগুলো বিশ্বজুড়ে অসমভাবে বিতরণ করা হয়েছে। আফ্রিকায় প্রতি ৪ জন স্বাস্থ্যকর্মীর ৩ জনই টিকা পাননি। সেখানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তৃতীয় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
তিনি বলেন, আমরা যদি বৈষম্যের অবসান ঘটাতে পারি, তাহলে আমরা মহামারির অবসান ঘটাতেও সক্ষম হব। সারা বিশ্বে আমরা সবাই যে দুঃস্বপ্নের মধ্য দিয়ে বেঁচে আছি তার অবসান ঘটাতে পারব এবং তা সম্ভব।
নতুন বছরের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বৈশ্বিক টিকাদান কর্মসূচির আওতায় বিশ্বের সব দেশের ৭০ শতাংশ জনগণকে টিকা দিতে তিনি সরকারের সঙ্গে কাজ করবেন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এবার অ্যান্টার্কটিকা মহাদেশেও হানা দিয়েছে করোনা।
করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এরই মধ্যে অনেক দেশেই নতুন করে রেকর্ড ছাড়াচ্ছে করোনা আক্রান্তের হার। এবার জনবসতিহীন অ্যান্টার্কটিকা মহাদেশেও হানা দিয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। অঞ্চলটির বেলজিয়াম প্রিন্সেস পোলার স্টেশনের ২৫ সদস্যের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ইতালি:
এদিকে ইতালিতেও বাড়ছে করোনার শনাক্তের হার। দেশটিতে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। একদিনে ইতালিতে ১ লাখ ৩০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন দেড়শ’র বেশি।
আর্জেন্টিনা:
ওমিক্রনের দাপটে আর্জেটিনাতেও করোনা সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে ৫০ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ১৩ বছর বয়সীদের যে কোনো জনসমাগমে যেতে হলে ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া বিশ্বজুড়ে সংক্রমণ বাড়লেও মহামারি জয়ের আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। কিছু দেশের সংকীর্ণ জাতীয়তাবাদ এবং টিকা মজুতের প্রবণতার কারণে টিকা বিতরণে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আর টিকার অসমতায় ইতি টানতে পারলেই মহামারিরও সমাপ্তি ঘটানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।
এদিকে শুরু হয়েছে খ্রিষ্টীয় নতুন বছর। বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজির মধ্য দিয়ে দেশে দেশে বরণ করা হয় নতুন বছরকে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২২ কে স্বাগত জানায় নিউজিল্যান্ডবাসী। অকল্যান্ডে চোখ ধাঁধানো আতশবাজিতে আনন্দে মাতে বহু মানুষ। এরপরই নতুন বছরকে বরণ করে অস্ট্রেলিয়া। করোনা সংক্রমণের কারণে সীমিত পরিসরে হলেও নতুন বছর বরণকে ঘিরে সাজ সাজ রব বিশ্বেজুড়ে।