

টানা তিন দিন করোনায় মৃত্যু শূন্য দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৪ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

টানা তিন দিন ধরে দেশে করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৮২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫৬১ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৮৮ জন এবং নারী ১০ হাজার ৫২৪ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৬১ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৯ দশমিক শূন্য ৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন শনাক্ত হয়েছেন।