

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত- ২৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১২:১০ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগসহ সাত বিভাগে করোনায় মৃত্যু শূন্য। শুধু চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১১২ জনে। নতুন শনাক্তের ৭৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২৩৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।
যা আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৯২২ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জন পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৮৮ জন এবং নারী ১০ হাজার ৫২৪ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের ১ রয়েছেন। মারা যাওয়া ১ জন চট্টগ্রাম বিভাগের বানিন্দা। ওই ব্যক্তি সরকারি হাসপতালে মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৭৬ জন। যা একদিনে মোট শনাক্তের ৭৩ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২০০ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৩ জন শনাক্ত হয়েছেন।