

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত- ১২১৮৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:১৫ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৩৬৩ জনে। নতুন শনাক্তের ৫১ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১২,১৮৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১০,৩৭৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় ২১৬৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রবিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৬৬ টি নমুনা সংগ্রহ এবং ৪৩ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।