

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত- ১১৪০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৩৯ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

দৈনিক করোনার শনাক্ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৪ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৪০ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৯২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৯৬ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬২৯ টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ৪৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।