

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত- ৫৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪৭ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

দেশে ফের প্রতিদিনই দৈনিক করোনার শনাক্ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৫৩ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রবিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৮৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৫৯ জন এবং নারী ১০ হাজার ১১৮ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ব্যক্তি রংপুর বিভাগের বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি সরকারি হাসপতালে মারা গেছেন।