

যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের বিশেষ ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ এএম, ১৩ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১২:৪৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ঈদ যাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পুলিশের বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। যানজট কমাতে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এ চিত্র দেখা গেছে। এলেঙ্গার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত চলছে চার লেনের কাজ। ফলে মহাসড়কে বেড়েছে ভোগান্তি। তাই যানবাহন স্বাভাবিক রাখতে পুলিশ সড়কটি একমুখী করার বিশেষ ব্যবস্থা নিয়েছে।
এছাড়াও উত্তরে থেকে যে সমস্ত যানবাহনে ঢাকার দিকে যাবে সে যানবাহন বঙ্গবন্ধু সেতু থেকে ভুয়াপুর লিংক রোড় দিয়ে গুরে এলেঙ্গা এসে প্রবেশ করবে।
পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সবধরনের যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমটার এলাকা জুড়ে কখনো থেমে থেমে যানজট ও কখনো ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
এ বিষয়ে টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরাফুদ্দিন উদ্দিন দৈনিক কালবেলাকে বলেন, রাতে মহাসড়কে যানবাহনের চাপ থাকায় একমুখী করা হয়েছিল। এখন আবার যানবাহনের চাপ কম তাই সবদিকেই চলছে। যানবাহনের চাপ বাড়লে আবার প্রয়োজন হলে একমুখী হবে।
তিনি বলেন, আজ থেকে মহাসড়কে টাঙ্গাইল অংশে ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আশা করছি যাত্রীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া যাবে।