

কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় কার্যকরের দাবি বীর মুক্তিযোদ্ধাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ পিএম, ১২ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:২৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে করে হাইকোর্টের দেওয়া রায় কার্যকরের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১২ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ কমান্ড ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি ইসহাক আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জহুরুল হক রাজা, ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী ফজলুর রহমান ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে এ বাংলাদেশ অর্জিত হয়েছে। আজ সেই দেশে বসে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে চায় একটি চক্র। স্বাধীনতাবিরোধী ওই চক্রটির সব ষড়যন্ত্র রোধ করে অবিলম্বে হাইকোর্টে দেওয়া রায় কার্যকরের দাবি জানান তারা।