ট্রাক-নছিমন সংঘর্ষে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২০ এএম, ৫ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:৪৭ পিএম, ৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৫
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও নছিমনের সংঘর্ষে মো. তোজাম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ছিলেন।
তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জমি চাষ করে ট্রাক নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে ওঠার সময় তাড়াশ থেকে আসার খড়বোঝাই নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ট্রাকচালক তোজাম উদ্দিন নিহত হন। নছিমনে থাকা তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পুলিশ এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




