

কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ পিএম, ২০ মে,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:৪৯ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে অভিযান চালিয়ে আড়াইহাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল্লাহ (২৪), মতিন (৩৫), চাঁন মিয়া (২৮) ও আয়নাল (২৫)। এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইলসহ একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শাবল, একটি দা, দুটি রামদা ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গত ১৫ মে রাত আড়াইটার দিকে আড়াইহাজার এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে।
এরপর ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আড়াইহাজার থানায় একটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।