

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ১৬ মে,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:৩১ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লেগে বেশকিছু তুলার বস্তা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী বিষয়টি জানিয়েছেন।
তুলা বোর্ডের সদস্যরা জানান, হঠাৎ গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী গণমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে আসি। পরে আগুন নিভিয়ে ফেলি। তুলা উন্নয়ন বোর্ডের দোতলায় পাকা গোডাউন ঘর ছিল। তুলার বস্তা ছাড়া অন্য কিছু পোড়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।