সুন্দরবনে আগুন, নেভাতে কাজ করছে বনবিভাগ ও গ্রামবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৫ পিএম, ৪ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:১১ পিএম, ৭ ডিসেম্বর,রবিবার,২০২৫
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে। শনিবার বিকেলে লাগা আগুন নেভাতে কাজ করছে বনবিভাগ ও গ্রামবাসী। এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।
তবে বনের ওই অংশে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।
বন কর্মকর্তা নুরুল করিম বলেন, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখে বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
তিনি আরও বলেন, ‘বনের ওই এলাকায় কী ধরনের গাছপালা রয়েছে তাও এখন বলতে পারব না। বিস্তারিত জানাতে হলে সময় লাগবে।’




