

অতিরিক্ত দামে তরমুজ বিক্রি, জরিমানা ৪৫ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৯ এএম, ২০ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:৪৮ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন আড়তদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় এই অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে শহরের উদয়ন মোড়ের তরমুজ ব্যবসায়ী সামছুল আলমকে ২০ হাজার, মুন্না আলীকে ১৫ হাজার ও ফয়সাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েক দিন থেকে ভোক্তারা অভিযোগ করে আসছিলেন অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। উৎপাদন খরচের চেয়ে অতিরিক্ত বেশি দামে তরমুজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি পরিদর্শক কোবাদ আলীসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।