

চালু হতেই বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৮ পিএম, ১৩ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ১০:০২ এএম, ৩০ জুন,সোমবার,২০২৫

অবশেষে দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হলো আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস। তবে চালু হতেই ট্রেনটিতে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে জানালা ভেঙে পাথর ট্রেনের মধ্যে পড়েছে। তবে ওই পাথরের আঘাতে কোনো যাত্রী আহত হয়নি বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ছেড়ে পারুলিয়া বাজারে পৌঁছালে উশৃঙ্খল কিশোরসহ কয়েকজন পাথর ছুড়ে মারে।
এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িমারী এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রেনে থাকা যাত্রীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিলে হাতীবান্ধা স্টেশন ছেড়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় জানলা ভেঙে যায়।