

বগুড়ায় তেলের পাম্পে আগুন, ক্ষতি কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ এএম, ১৩ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০৯:৫১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বগুড়ার ধুনটের সোনাহাটা বাজার এলাকায় একটি তেলের পাম্পে আগুন লেগে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। তারা হলেন পাম্পের মালিক নিরব শেখ (৩৫), তার ভাই মো. সবুজ (২৫) এবং নিরব শেখের স্ত্রী মিথিলা খাতুন (২৫)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান।
তিনি জানান, ২/৩ বছর আগে পাম্পটি নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে পাম্পটিতে আগুন লাগে। এতে পাম্পের মালিকসহ তিন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।