

শিক্ষার্থীদের সামনেই খুন হলেন শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০২ পিএম, ৭ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৯:০০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গালিয়ারা ইউনিয়নের নলকুড়ি এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩৫ বছর বয়সী মাদকসেবী মোঃ শাফায়াতের ছুরিকাঘাতে ৪৬ বছর বয়সী শিক্ষক গোলাম রসুল নিহত হয়েছেন। ওই রাতেই স্থানীয়রা শাফায়াতকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসুল একটি কিন্ডারগার্টেনে পড়াতেন এবং পাশের একটি কোচিং সেন্টারও চালাতেন। একই গ্রামের শাফায়াত কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কোচিং সেন্টারে ছুরি দিয়ে রসুলের ওপর হামলা চালায়, যার ফলে ছাত্রদের সামনেই প্রচণ্ড রক্তক্ষরণে রসুলের মৃত্যু হয়।
সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূইয়ার নেতৃত্বে পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় শাফায়াতকে আটক করা হয়েছে। রসুলের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং শাফায়াতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।