

চট্টগ্রামে চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৯ পিএম, ৪ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০১:৫৬ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি চিনির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ইছানগর এলাকার এস আলম গ্রুপের চিনির কারখানায় এ আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. শোয়াইব হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্ণফুলী, আনোয়ারা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন মিলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।