

থানার ভেতর থেকে এসআইর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ পিএম, ৮ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১০:২৯ পিএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

ময়মনসিংহ ভালুকা মডেল থানার ভেতর থেকে হুমায়ুন কবির নামে এক এসআইর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে থানার দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আজ দুপুরে থানার দোতলার (ব্যারাক) একটি কক্ষে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। নিহত হুমায়ুন কবির ভালুকা মডেল থানায় কর্মরত ছিলেন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে পরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।