

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮ এএম, ৩ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১১:৫৪ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া কয়লা পরীক্ষার মেশিন ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ডেমরা থেকে সন্দেহভাজনদের আটক করা হয়। তারপর তাদের স্বীকারোক্তিতে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যমানের মেশিনটি উদ্ধার করা হয়।
রামপাল থানার ওসি মো. সামছুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরায় অভিযান চালিয়ে মেশিনটি উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত চারজনকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। আটকদের নাম-পরিচয় পরে জানানো হবে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের তালাবদ্ধ ল্যাব থেকে যন্ত্রটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ বাদী হয়ে ১৬ জানুয়ারি রামপাল থানায় একটি মামলা করেন।