

আজ সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩১ এএম, ১৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৩:০১ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

মাঘ মাসের শুরুতেই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে। সেখানে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে- ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর বলছে, রংপুর ও রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে গত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল সোমবার রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
একইসাথে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখযোগ্য পরির্বতনের পূর্বাভাস নেই। আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামীকাল বুধবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে এবং আজ সূর্যাস্ত ৫টা ৩৪ মিনিটে হবে।