

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ এএম, ১০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:৫৫ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দোয়ালীপাড়া এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে সাইমন এক্সক্লুসিভের বাস যাত্রী নিয়ে দিনাজপুর যাচ্ছিল। পথে দোয়ালীপাড়ায় বিপরীতমুখী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত হন ১১ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও একজনের মৃত্যু হয়। মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।