

কুমিল্লায় ট্রেন চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩০ এএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৫০ এএম, ৩০ জুন,সোমবার,২০২৫

কুমিল্লার খিলার ভুষুরিয়া এলাকার একটি রেলক্রসিংয়ে ট্রেনের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান,নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন খিলার ভুষুরিয়া এলাকার টুগুরিয়া রেল ক্রসিংয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরো কয়েকজন।
ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে স্থানীয় লোকজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।