

পঙ্খীমুড়া এলাকায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৫৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি সড়কে পঙ্খীমুড়া এলাকা থেকে রমজান আলী (৩৪) নামের এক বাঙালী যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে।
আজ শুক্রবার (০২ ডিসেম্বর) খবর পেয়ে সকালে গুইমারা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রমজান আলী চট্টগ্রাম জেলার খুলসী থানার আমতলীর বাস্তহারা গ্রামের ইউনুস আলীর ছেলে ।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতের কোন এক সময় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন নিহত যুবক মোটরসাইকেল চালক হতে পারে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ২ টি হেলমেট ও মোটরসাইকেল সহ লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।