

শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ এএম, ৩০ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:০৩ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের ফাঁড়ি (কাকিয়াছড়া চা বাগান) ৫নং সেকশনে বটগাছের পাশে চা বাগানের অভ্যন্তরে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আজ বুধবার (৩০ নভেম্বর) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা পাতা তুলতে গিয়ে শ্রমিকরা বাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর বলেন,খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে যাই। মৃতদেহের শরীরে কোনো আঘাতর চিহ্ন দেখা যায়নি। মৃতদেহর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। মৃতদেহ ব্যক্তির নাম পরিচয় এখন ও জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।