

গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ এএম, ২৯ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:০৩ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১২টার পর শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।