

নোয়াখালীতে খালে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ এএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৫৭ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

নোয়াখালীর সদর উপজেলায় এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের অশ্বদিয়া ব্রিজের নিচে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার নোয়াখালী খাল থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।