

জয়পুরহাটে ৪ বছরের কন্যা সন্তানকে হত্যা, থানায় আত্মসমর্পণ মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ এএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪৬ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

জয়পুরহাট ৪ বছরের শিশু কন্যা সন্তান হেয়া পালকে মোবাইলের চার্জার এর তার গলায় পেচিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করলেন মা মৌমিতা পাল(৩০)।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জয়পুরহাট শহরের থানার সামনে বারিধারার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমরা গুহাইল গ্রামের বাসিন্দা শ্রী নয়ন পাল, জয়পুরহাট পাঁচবিবির একটি ব্যাংকে চাকুরির সুবাদে স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন জয়পুরহাট শহরের থানার সামনে বাড়িধারা এলাকায় একটি বাসার ৩য় তলায় ভাড়া থাকতেন।
শিশুটির বাবা নয়ন পাল প্রতিদিনের ন্যায় পাঁচবিবিতে অফিসে যাওয়ার পর পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটি তার স্ত্রী মৌমিতা ঘটিয়ে থানায় এসে আত্মসমর্পণ করে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, মৌমিতা থানায় এসে তার ৪ বসরের কন্যা শিশুকে হত্যার বিষয়টি জানালে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি এবং আসামি থানা পুলিশের হেফাজতে রয়েছে।