

কাপাসিয়ায় দেয়ালধসে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ এএম, ২৬ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৫৪ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

গাজীপুরের কাপাসিয়ায় ঘরের মাটির দেয়াল ধসে পড়ে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে তার শারীরিক প্রতিবন্ধী বড় ভাই আল আমিন (১১), তাদের মা ও দুই বোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গত সোমবার দিবাগত রাতে উপজেলার কড়িহাতা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আনিসুর ইকুরিয়া গ্রামের দিনমজুর বেলায়েত মোল্লার দ্বিতীয় পুত্র।
পরিবারের স্বজন ও থানা সূত্রে জানা যায়, বেলায়েত মোল্লার টিনের বসতঘরের পাশেই চাচাত ভাই মনসুরের মাটির ঘরটি ছিল। ঘূর্নিঝড়ের ফলে বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বেলায়েতের টিনের ঘরের উপর পড়ে। প্রতিবেশীরা বেলায়েত ও তার পরিবারের লোকজনকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই আনিসুরের মৃত্যু হয়। মাটির ঘরের আড়া সারাসরি আনিসের গলায় গিয়ে পড়ে। ঘটনার পর তাকে মৃত উদ্ধার করা হয়। শারীরিক প্রতিবন্ধী আল আমিনের উপর দেয়াল ধসে পড়লেও বিভিন্ন স্থানে আঘাত পেয়ে প্রাণে বেঁচে যায়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের দেখতে গিয়েছি। তাদের চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেয়া হবে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, দেয়াল ধসের পর স্থানীয় লোকজন বেলাযেত ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে। তাঁর ছেলের মৃত্যুর বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।