

ফরিদপুরে বিশাল আকৃতির বিলবোর্ড ভেঙে পড়ল দুই বাসের ওপরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮ পিএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩৫ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে দুই বাসের ওপরে ভেঙে পড়েছে একটি বিশালাকৃতির বিলবোর্ড। গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এসময় বাসের ভেতরে থাকা চালক-হেলপারদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় স্থানীয়রা।
আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দীন গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার রাতে একটি বিশাল আকৃতির বিলবোর্ড ঝড়ের সময় বাস দুটি ওপর আছড়ে পড়ে। আগেও সামান্য বাতাসে এসব বিল বোর্ডের ভেঙে পড়ায় নজির রয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই রোড অ্যান্ড হাইওয়েকে নির্দেশনা দিয়েছি। তারা, বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে মাইকিং করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড না সরানো হলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।