

ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ এএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০২:০২ এএম, ২৭ জুন,শুক্রবার,২০২৫

তেল পরিশোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিলো। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিলো। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।
তিনি আরও বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে। বড় ধরনের কোনো কিছু হয়নি।
শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।