

নালিতাবাড়ী হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ : আতঙ্কে ভুক্তভুগী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৮ পিএম, ৭ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:১২ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ নেই জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন। ফলে কুকুর বা বিড়ালে কামড়ালে সেবা পাচ্ছেন না আক্রান্তরা। টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন। এতে অসহায়, দরিদ্র জনগোষ্ঠি দুর্ভোগের স্বীকার হচ্ছেন।
এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় আড়াই লাখ মানুষ চিকিৎসা নেন। হাসপাতালে সাপে কাটা ভ্যাকসিন সরবরাহ থাকলেও কুকুর, বিড়ালে কামড়ালে প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলায় কুকুর বা বিড়ালে কামড়ালে আক্রান্তরা হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকরা হাসপাতালে কুকুর, বিড়াল কামড়ানো ভ্যাকসিন সরবরাহ নেই বলে জানিয়ে দেয়। পরে বাইরে থেকে অতিরিক্ত মূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে নয়তো জেলা সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে। ফলে নানা ভোগান্তির স্বীকার হতে হয় রোগীদের।
উপজেলার ছালুয়াতলা গ্রামের ভুক্তভোগী এমদাদুল হক জানায়, আমার দেড় বছর বয়সী নাতিকে বিড়ালে কামড়ালে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করি। তারা জলাতঙ্কের ভ্যাকসিন নেই বলে জানিয়ে দেন। পরে আমাকে অতিরিক্ত টাকা খরচ করে ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। হাসপাতালে সরবরাহ থাকলে বাড়তি খরচ হতো না, এটা দুঃখজনক।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিকুল ইসলাম দৈনিক দিনকালকে বলেন, কুকুর বা বিড়াল কামড়ানো ভ্যাকসিন হাসপাতালে সরবরাহ নেই। রোগীরা বাইরের ফার্মেসী থেকে কিনে আনেন। তবে সাপে কামড়ানো ভ্যাকসিন সরবরাহ রয়েছে। এছাড়া আমরা সকল ধরণের রোগীর সেবা দিচ্ছি।