

রুহিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ পিএম, ১ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫৭ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং হিসাব সহকারী ইব্রাহিম আলীর বিরুদ্ধে একই অফিসের ঝাড়ুদার নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে পুলিশ বাদীনির অভিযোগ মামলা হিসেবে দায়ের করা হয়।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের একজন দরিদ্র নারী ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদে ঝাড়ুদার হিসেবে কাজ করে আসছিল। বিভিন্ন সময়ে ওই নারীকে চেয়ারম্যান ও হিসাব সহকারী ইব্রাহিম আলী উত্যক্ত করে আসছিল। এদিকে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে চেয়ারম্যানের বাথরুম পরিস্কার করতে গেলে চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বাথরুমের দরজা আটকে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই নারী কাঁদতে কাঁদতে হিসাব সহকারী ইব্রাহিম আলীর রুমে গিয়ে তাকে অভিযোগ দিলে সে ঘটনা ফাঁস না করতে ভয়ভীতি দেখায় এবং সেও ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় রুহিয়া থানায় একটি মামলা হয়েছে।
রুহিয়া থানার ওসি মোঃ সোহেল রানা মামলা রুজুর কথা নিশ্চিত করে বলেন আজকে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।