

আড়াইহাজারে আ’লীগ নেতার অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ এএম, ১২ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:১৮ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা অবৈধভাবে পুকুর লিজ নিয়ে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের সারপাড়া এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় ড্রেজার পরিচালনাকারী কাউকে আটক করা যায়নি।
জানা যায়, সরকারি পুকুর লিজ নিয়ে একটি সরকারদলীয় চক্র রাজনৈতিক প্রভাববিস্তার করে নিয়মিত বালু উত্তোলন করে বিক্রি করছিল। এমন সংবাদ পেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার বলেন, দুটি বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ করা হয়েছে। তবে উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা বা সাজা দেয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি কেটে এবং নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে আওয়ামী লীগের প্রভাবশালী মহল।