

কুষ্টিয়ায় বাইক রেস করতে গিয়ে তিন কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২২ এএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪৮ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

কুষ্টিয়ায় বাইক রাইডারস (কেবিআর), গ্রুপের বাইক রেস দূর্ঘটনায় জুয়েল, রাহুল, ফারুক নামের তিন কিশোর নিহত হয়েছে। আশংকা জনক অবস্থায় বিল্পব নামের আরেক যুবককে আশংকা জনক অবস্থায় ঢাকায় রেফার্ড করেছে।
গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২২) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৩) ও মনোহর শেখের ছেলে রাহুল (১৯)। গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ৮ টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কার্গোর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।