

বিদ্যুৎ ও পানির দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫০ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকায় বিদ্যুৎ ও পানির সংযোগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার লিংক রোড অবরোধ করেন বাসিন্দারা। এসময় ওই রোডে যানবাহ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হোসাইন জানান, জঙ্গল সলিমপুরের পাহাড়ের বাসিন্দারা বিদ্যুৎ ও পানির দাবিতে লিংক রোড অবরোধ করেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে শান্তিপূর্ণভাবে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।