

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, চালকসহ নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৩৯ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাসের সাথে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ব্রহ্মচারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাসচালক মোঃ হাকিম (৩৫) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাসযাত্রী মোঃ আশিক আলী (২৩)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলার আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।