

ঝড়ে নিখোঁজ লালমোহনের ৪ জেলে ভারতে উদ্ধার, এখনো নিখোঁজ ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১১:৫৯ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

বৈরি আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে শুক্রবার রাতে ভোলার লালমোহনের ৬টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ জন জেলে নিখোঁজ থাকলেও ১জন ছাড়া বাকী জেলেদের ভারতে ও সুন্দরবন এবং হাতিয়া এলাকায় সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ জেলের নাম আবুল কালাম। তার বাড়ি লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানিয়েছেন, শুক্রবার রাতে ঝড়ে লালমোহনের ৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এগুলো হলো ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল এলাকার হারুন অর রশিদ ফারুকের এফভি লামিয়া, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের গাটিয়ার খাল এলাকার মজিবল শেখ, সাইফুল মাঝি, জাকির মাঝি ও নাজিমুদ্দিন মাঝি এবং বুড়ির দোন এলাকার নুরুদ্দিন মাঝির ট্রলার। এতে প্রায় ৬০ জন মাঝি মাল্লা নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে ফারুক মাঝির ট্রলারের ৪ জেলেকে ভারতীয় নৌ-বাহিনী উদ্ধার করেছে। তাদের বাংলাদেশ নৌ-বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অন্যান্য জেলেদের সুন্দরবর ও হাতিয়া থেকে উদ্ধার করা হয়।
ফারুক মাঝি জানান, উদ্ধার হওয়া জেলেদের চরফ্যাশন সাম্রাজ ঘাটের একটি ট্রলারে করে রওয়ানা করা হয়েছে। তারা আসতে রাত হবে।