

নিজ ট্রলি চাপায় প্রাণ গেল ভাই-বোনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ এএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৪৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

যশোর জেলা সদরের রুপদিয়ার জিরাট গ্রামে নিজেদের মাটিবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে আপন দুই চাচাতো ভাই-বোন ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছে।
আজ রবিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত কামাল হোসেন বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে রওনা হন। এসময় তিনি খেয়াল করেননি পেছনে কেউ আছে কি না। যখন গাড়ি পেছনের দিকে নিতে যান, তখন বাঁধা অনুভব করেন। চালক গাড়ি থেকে নেমে দেখেন গাড়ির চাকার নিচে চাপা পড়ে আছে তার শিশু কন্যা জাহিয়া খাতুন (৪) এবং তার ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)।
ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি বাড়িতেই রয়েছে।’