

গাজীপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ এএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৯ পিএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৯ জুলাই) সকালে গাজীপুর-কিশোরগঞ্জ সড়কে দ্রুতগামী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় অন্তত আট জন আহত হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের এখনও নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, হাসপাতালে আনার পর নারী-শিশুসহ তিন জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতেরা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন।