

গুইমারায় উপজাতি পুত্রের হাতে পিতা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ পিএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০৯ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ফকিরনালা নামক স্থানে পুত্র মংহলাপ্র মারমা(৩০) সন্তানের হাতে পিতা চাইলাপ্রু মারমা (৬০) শাবলের আঘাতে মৃত্যু বরণ করেন।
জানা যায় উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নে ০৩ নং ওয়ার্ডে ফকিরনালা নামক স্থানে বসবাসকারী (বরবটি সবজি) ক্ষেতে কাজ করার সময় পিতা ও পুত্রের মধ্যে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে পুত্র মংহলাপ্র মারমা(৩০) রাগ করে নিজ পিতাঃ মৃতঃ চাইলাপ্র মারমা (৬০) কে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেন। তাৎক্ষনিক প্রতিবেশীরা হত্যাকারী ছেলেকে আটক করে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান ছেলের হাতে পিতার হত্যার খবর টি পাওয়া মাত্রই গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও হত্যায় জড়িত ছেলেকে আটক করে গুইমারা থানায় নিয়ে আসে।
ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি খাগড়াছড়ির সদর হাসপাতালে প্রেরণ করা হয়।বর্তমানে আইনি কার্যাক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।