

কুষ্টিয়ায় নিখোঁজ সাংবাদিক রুবেল, সন্ধান চেয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ এএম, ৬ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৮ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

কুষ্টিয়া জেলা রিপোর্টারস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান রুবেল ৩ দিন ধরে নিখোঁজ।
আজ বুধবার (৬ জুলাই) বেলা ১২ টার সময় তার সন্ধানের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দরা।
গত রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে এসময় তার অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
হাসিবুর রহমান রুবেল অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পরে পরিবার সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছ থেকে রুবেলের সন্ধান করেও তাকে কোথাও খুজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। জিডি নাম্বার ২০৩।