

শ্রীমঙ্গলে যুবকের পা ও গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ পিএম, ২৮ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৫৯ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামে ঢাকা-সিলেট হাইওয়ে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির পা ও গলাকাটা অবস্থায় পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৮ জুন) ভোরে রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত ব্যক্তি সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে জামু মিয়া।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমাহুয়ন কবির জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। উদ্ধারকৃত লাশের পায়ে ও গলায় কাটার চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।