

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৭ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০২:২৮ এএম, ১৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত কবির হোসেন (৪৫) খামারেরচর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে এবং পেশায় একজন এলপি গ্যাস ও গাড়ি ব্যবসায়ী।
জানা যায়, বাড়ি থেকে বের হয়ে গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে আসেন কবির। এসময় সন্ত্রাসীরা তার ওপর আকস্মিক হামলা চালায়। তখন তিনি দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে চলে আসেন। এরপরও সন্ত্রাসীরা চাপাতি, দা ও ছুরি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে তা জানা যায়নি।
আসামি গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে বলেও তিনি জানান।