

রাঙামাটির দুর্গম এলাকায় গোলাগুলি, নিহত- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২৩ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

রাঙামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) পোষাক পরিহিত একজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৪ জুন) রাত ১০ টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন জানান, উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।