

ভেসে যাওয়ার ৪দিন পর মিলল মা-ছেলের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ পিএম, ২১ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫৭ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

সিলেট জৈন্তাপুরে স্রোতে ভেসে যাওয়ার ৪দিন পর জৈন্তাপুরে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। মা নাজমুন নেছা ও ছেলে আব্দুর রহমানের লাশ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানিয়েছেন, ‘প্রায় চার দিন আগে শুক্রবার জৈন্তাপুরের ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মেয়ের বাড়ি থেকে ছেলেসহ নিজ বাড়ি মহাখলা ফিরছিলেন। সড়কের উপর দিয়ে যাওয়া প্রবল স্রোতে তারা দু’জনই ভেসে যান। নেটওয়ার্ক না থাকায় তাদের নিখোঁজের খবর মিলেনি। সকালে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।’
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘সকালে স্থানীয়রা ফোন করে দুটি লাশ এক সঙ্গে ভেসে থাকার খবর জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।’