

নারায়ণগঞ্জে কারখানার পাইলিংয়ের কাজের সময় গ্যাস লাইন ফেটে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:০৯ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি কারখানার পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ইপিজেডের ভেতরে গ্যাসের পাইপলাইন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন কোন ফ্যাক্টরিতে নয় গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের পাঁচটি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে।