

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৫ পিএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণ ও ৯ কেজি সিসাসহ মো. মাসুদ রানা নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দার সদস্যরা তাকে আটক করেন।
জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছলে সকাল ৮টার দিকে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়। এরপর তাকে আটক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।