নাঙ্গলকোটে ভারতীয় মদসহ মাদক ব্যাবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪০ এএম, ৭ ডিসেম্বর,রবিবার,২০২৫
কুমিল্লার নাঙ্গলকোটে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জুন) রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্ধাছি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ওই ইউনিয়নের গান্ধাছি গ্রামের মৃত. আবু হানিফের ছেলে রবিউল ইসলাম রবু (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গান্ধাছি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী রবিউলকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে দু' কেজি গাঁজা, ২৪ পিস বিয়ার ক্যান, ১৭ বোতল ফেন্সিডেল ও ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, একটি মাদক মামলা রুজু হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




