

ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে আড্ডা, ২৫ স্কুল-কলেজের শিক্ষার্থীকে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১২ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১১ পিএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহিপাল বিজয়সিংহ দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় আটক করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন ছাত্রী এবং ১৪ জন ছাত্রকে। অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, স্কুল ও কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা পার্কে বা বিনোদনেকেন্দ্র ঘুরতে আসে।
আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তাদের অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে খবর দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।